শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এক ধাক্কায় ১৮০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট

বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২
এক ধাক্কায় ১৮০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক:

৩০ জুন তার অর্থবছরের সমাপ্তির পরে খোলনলচে বদল করছে মাইক্রোসফট কর্পোরেশন। সংস্থার তরফে জানানো হয়েছে বিজনেস গ্রুপ ও সেখানের কর্মীদের ভূমিকাকে নতুন করে সাজানো হচ্ছে। সেই কারণেই কর্মী ছাঁটাই করা হচ্ছে। মাইক্রোসফট সংস্থার তরফে একসঙ্গে প্রায় ১৮০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তবে ১ লক্ষ ৮০ হাজার কর্মীর এই বিশাল বড় সংস্থায় ১ শতাংশেরও কম কর্মী ছাঁটাই হওয়ায়, সংস্থার উপরে এর বিশেষ প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে সবে হাল ফিরতে শুরু করেছিল চাকরির বাজারগুলিতে, ফের একবার তা বড় ধাক্কা খেতে চলেছে। একের পর এক সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই। একাধিক স্টার্টআপ ও প্রযুক্তিভিত্তিক সংস্থার কর্মী ছাঁটাইয়ের পর এবার মাইক্রোসফট সংস্থার তরফেও কর্মী ছাঁটাই শুরু হল। মাইক্রোসফট একটি ইমেল বিবৃতিতে বলেছে- “আজ আমরা অল্প সংখ্যক কর্মী বাদ দিয়েছি। সমস্ত কোম্পানির মতো, আমরা নিয়মিতভাবে আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলি মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী কাঠামোগত পরিবর্তন করি।

আমরা আমাদের ব্যবসায় বিনিয়োগ চালিয়ে যাব এবং সামনের বছরে সামগ্রিকভাবে আরো কর্মী নিয়োগ করা হবে। ''অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল সম্ভাব্য অর্থনৈতিক মন্দার মুখে বছরের বাকি সময়ের জন্য নিয়োগ কমানোর পরিকল্পনা করেছে, প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেলে একথা বলেছেন। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুসারে পিচাই বলেছেন যে ''কোম্পানি ২০২২ এবং ২০২৩ সালে প্রযুক্তিগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগের উপর মনোযোগ দেবে। এগিয়ে যাওয়ার জন্য, আমাদের আরও বেশি উদ্যোগ নিতে হবে, আরও বেশি জরুরি ভিত্তিতে কাজ করতে হবে, তীক্ষ্ণ ফোকাস করতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে, মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্রেই এই চাকরি ছাঁটাই - এর কথা ঘোষণা করেছে। করোনা সংক্রমণের কারণে বিগত দুই বছরে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে যে চরম ক্ষতি হয়েছে, তার কারণে আর্থিক মন্দার মুখে পড়েছে বিশ্বের অন্যতম ধনী দেশ। সম্প্রতিই ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস- সকলেই আসন্ন আর্থিক মন্দা নিয়ে সতর্ক করেছিলেন। ঐতিহাসিকভাবে, গুগল প্রযুক্তি খাতের অর্থনৈতিক ঘাটতি থেকে তুলনামূলকভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে। ইন্টারনেট জায়ান্টটি এক দশকেরও বেশি আগে আর্থিক সঙ্কটের পরে নিয়োগে বিরতি দিয়েছিল, কিন্তু তারপর থেকে নিয়মিতভাবে তার প্রধান বিজ্ঞাপন ব্যবসার পাশাপাশি স্মার্টফোন, স্ব-চালিত গাড়ি এবং ডিভাইস ক্ষেত্রগুলির জন্য নতুন কর্মীদের নিযুক্ত করেছে। ৩১ শে মার্চ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৬৪ হাজার কর্মীকে নিয়োগকারী গুগল প্যারেন্ট অ্যালফাবেট, সাম্প্রতিক বছরগুলিতে  গুগল-এর ক্লাউড বিভাগ এবং হার্ডওয়্যারের মতো নতুন ক্ষেত্রগুলির জন্য প্রাথমিকভাবে কর্মী নিয়োগ করেছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল