ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিদেশী ব্যান্ডের প্রসাধনীর গায়ে আমাদানী কারকের সীল ও মূল্য ব্যবহার না করার পাশাপাশি নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করার অপরাধে নাটোরের ৫ দোকানিকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ধ্বংস করা হয়েছে বিপুল পরিমানে প্রসাধনী। আজ বিকালে র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
র্যাব নাটোরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযানে নেতৃত্ব দেন। এতে শহরের আলাইপুরের উত্তরা প্লাজার এ এস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা ও ৫হাজার ৩৫০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আমাদের ষ্টোরে ২০ হাজার টাকা জরিমানা ও আড়াই হাজার প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আছির ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা ও ১হাজার ২০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, ভাই-বোন ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মিতালী ষ্টোরকে ৫০হাজার টাকাসহ মোট ০৫ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময় জার্নাল/এলআর