তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা।
এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে শীতবস্ত্র ক্রয়ের ফান্ড কালেকশন এবং আবেদন করা ব্যক্তিদের বাড়ি গিয়ে তাদের পারিবারিক অবস্থা খোঁজ নেয় সংগঠনটির সদস্যরা।
এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফারিয়া আঁখি, সহ-সভাপতি আজিজ হোসাইন, স্কুল পরিচালক আজিজুল রহমান, সাবেক সভাপতি কাউছার আহমেদ, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুল নাহার লাকিসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এ ব্যাপারে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, কাম ফর রোড চাইল্ড প্রতিনিয়তই অসহায় মানুষদের নিয়ে কাজ করে। তারই অংশ হিসেবে আজকে আমরা ৫২ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করেছি। আগামী দিনেও সিআরসি অসহায় মানুষদের নিয়ে কাজ করবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।
এমআই