বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির অস্থায়ী কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা সাজন কুমার মিস্ত্রী।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার কেএম শাহারিয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আক্তারুজ্জামান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জাতীয় পার্টি নেতা ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন, এম এ খোকন, যুবসংহতি নেতা মো. মাসুদ রেজা, কৃষক পার্টির সভাপতি মো. ইদ্রিস আলী হাওলাদার, যুবসংহতি নেতা পলাশ ফরজী, জাতীয় পার্টির নেতা মো. আলম কাজী প্রমুখ। প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিদ্রেহী আত্মার মাগফিরাত শান্তি কামনায় পৌর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও মন্দিরে প্রার্থনা করা হয়।
প্রধান অতিথি সাজন কুমার মিস্ত্রী বলেন, টানা নয় বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে গ্রাম-গঞ্জের উন্নয়নের কথা আজও মানুষ স্মরণ করে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ ভালো থাকে।
সময় জার্নাল/এলআর