বিনোদন ডেস্ক:
প্রেমের এক নতুন শব্দবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন সাবেক আইপিএল কর্মকর্তা ললিত মোদি। যে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জন্য কোটি হৃদয়ে ঝড়, তার সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন। জানিয়েছেন, নতুন জীবন শুরু হয়েছে। তবে এখনই বিয়ে নয়। শুধু ডেটিং। (বিয়ে) সেটাও হবে একদিন। সঙ্গে প্রকাশ করেছেন সুস্মিতা সেনের সঙ্গে অন্তরঙ্গ অনেক ছবি। বৃহস্পতিবার এসব প্রকাশ পাওয়ার পর ভারতে তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে, সুস্মিতা তারচেয়ে বয়সে প্রায় অর্ধেক যে রোহমান শলের সঙ্গে রোমান্টিক প্রেমে মত্ত তার কি হবে? তবে কি রোহানকে ধরে রেখেই ললিত মোদির সঙ্গে প্রেমে ডুবে গেছেন সুস্মিতা সেন! সুস্মিতার সঙ্গে ললিত মোদি একের পর এক ছবি শেয়ার করে গেছেন। এর মধ্যে কোনো ছবিতে বুকের ওপর জড়িয়ে রেখেছেন সুস্মিতাকে।
কোন ছবিতে তার কাঁধে মাথা।
এ নিয়ে ভারতীয় মিডিয়া বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আইপিএলের সাবেক কর্মকর্তা ললিত মোদির টুইটারে পোস্ট করা একের পর ছবি সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা রিপোর্টে বলেছে, শুধু ছবি নয়, ছবির সঙ্গে ‘রোম্যান্টিক’ সব বাক্য জুড়ে দিয়েছেন ললিত। সেখানেই তিনি ঘোষণা করেছেন, ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। চাঁদে রয়েছি।’
ললিতের করা একের পর এক টুইট দেখে সকলের চোখ তখন প্রায় কপালে। ততক্ষণে বুধবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করা সুস্মিতা সেনের বাক্যগুলির সঙ্গে ললিতের পোস্টকে মেলাতে শুরু করেছেন অনেকে। ওই পোস্টে সুস্মিতা লিখেছেন, ‘কখনও কখনও যখন অন্ধকারে থাকো, তখন ভাবতে শুরু করো, যে কবরে শুয়ে রয়েছো। কী হয়, যদি সেখান থেকেই গাছ হয়ে বার হওয়া যায়!’ সুস্মিতার পোস্টে কি তবে ললিতের বৃহস্পতিবার দেওয়া স্পষ্ট বার্তার ইঙ্গিত লুকিয়ে ছিল! শুধু তাই নয়, নেট মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, সুস্মিতার বাঁ হাতের অনামিকায় পরা একটি আংটি। তবে কি ললিতের সঙ্গে ‘বাগ্দান’ হয়ে গিয়েছে সুস্মিতার! এখন অপেক্ষা সাত পাকে বাঁধা পড়ার! দিন কয়েক আগে ইটালি আর মালদ্বীপ বেড়ানোর ছবি পোস্টও করেছিলেন সুস্মিতা।
এমআই