মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের উদ্যোগে এক অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অসহায় পরিবারের সদস্যদের হাতে একটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জামাদী তুলে দেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনোয়ার হোসেন মুন্না, মোশারফ হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাসেল, নবী উল্লাহ, মকবুল আহমেদ, মোঃ মুন্না, মিজান, পেয়ার আহমেদ, ইসাদ, আরমানসহ আরও অনেকে।
সময় জার্নাল/এলআর