এম.পলাশ শরীফ, বাগেরহাট:
জাতীর জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ১৪নং বারইখালী এইচএম জেকে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল এ খেলার শুভ উদ্ধোধন করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
এ ফুটবল খেলায় নূর স্মৃতি পরিষদ নিশানবাড়িয়া ও রায়েন্দা বাজার একাদশ অংশ গ্রহন করে। এ খেলায় নূর স্মৃতি পরিষদ নিশানবাড়িয়া ২-১ গোলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, বারইখালী ইউপি চেয়ারম্যান মো. আউয়াল খান মহারাজ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বারইখালী ইউপি সদস্য সোহেল হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এ খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।
সময় জার্নাল/এলআর