দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি:
পাহাড়ের মানবিক ডাঃ খ্যাত শহীদ তালুকদারকে দুদকের মামলা থেকে অব্যাহতির দাবীতে খাগড়াছড়িতে গণ-মানববন্ধন হয়েছে। রবিবার (১৭জুলাই) খাগড়াছড়ি নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন এবং গণ-স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে পেশ করা হয় ।
সাংবাদিক আবু দাউদ এর সঞ্চালনায় খাগড়াছড়ি নাগরিক সমাজের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফের ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ টুটুল চাকমা, সমাজকর্মী ধীমান খীসা, গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের মানবিক ডাঃ শহীদ তালুকদারের বিরুদ্ধে দুদকের এই মামলা ভিত্তিহীন ও হয়রানিমূলক। শীঘ্রই তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা ।
সময় জার্নাল/এলআর