দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ জুলাই) বিকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মহিলা যুব ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা বিশ্বাস, সাবেক সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস, সাবেক জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী, সদর পৌর কমিটির সভাপতি মি: সুশান্ত কুমার সরকার, মুকসুদপুর উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রফুল্ল কুমার মৃধা, কাশিয়ানী উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মি. ডেভিড সুরঞ্জন বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র হীরা, কোটালীপাড়া উপজেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিলন বাড়ৈ, রমেন্দ্রনাথ সরকার, মি. ডেভিড বৈদ্য প্রমুখ। সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের বাস্তবায়ন, অর্পিত সম্পতি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশিন গঠনের দাবিতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারের মধ্যে সাম্প্রদায়িক কাউয়া ও হাইব্রিড ঢুকেছে। যে কারনে প্রশাসনের সামনে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেই চলেছে। কোনো সরকার এর বিচার না করায় সাম্প্রদায়িক হামলা অব্যাহত আছে। ভবিষ্যতে সাম্প্রদায়িক শক্তির হামলা সহ্য করা হবেনা।
গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশীস কুমার বাগচী সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে গিয়ে শেষ হয়।
সময় জার্নাল/এলআর