শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কবি রফিক আজাদ-রচনাবলি প্রকাশ করছে 'ঐতিহ্য'

রোববার, জুলাই ১৭, ২০২২
কবি রফিক আজাদ-রচনাবলি প্রকাশ করছে 'ঐতিহ্য'

নিজস্ব প্রতিবেদক:

বাংলা কবিতার অনন্য ও স্বতন্ত্র কণ্ঠস্বর কবি রফিক আজাদ (১৯৪৩-২০১৬)। বিগত শতকের ষাটের দশকে যে ক'জন কবি তাঁদের সৃষ্টির অভিনবত্বে বাংলা কবিতায় স্থায়ী আসনের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন রফিক আজাদ তাঁদের অন্যতম। 'অসম্ভবের পায়ে', 'সীমাবদ্ধ জলে সীমিত সবুজে', 'চুনিয়া আমার আর্কেডিয়া', 'সশস্ত্র সুন্দর', 'মৌলভীর মন ভালো নেই'- এর মতো অবিস্মরণীয় কবিতাগ্রন্থ কিংবা 'কোনো খেদ নেই'- এর মতো অসামান্য আত্মজীবনী অথবা 'গদ্যের গহন অরণ্যে'-এর মতো প্রবন্ধগ্রন্থ তাঁর সৃষ্টিশীলতার স্বর্ণস্বাক্ষর। বিদেশি কবিতার বাংলা অনুবাদেও তিনি ছিলেন সিদ্ধহস্ত।

এদেশে লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পথিকৃৎ রফিক আজাদ 'উত্তরাধিকার', 'রোববার' কিংবা 'ঘরে-বাইরে'-এর মতো পত্রিকা সম্পাদনাকালে বহু তরুণ কবি-লেখকের সাহিত্যচর্চায় প্রেরণা হিসেবে কাজ করেছেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত বাংলা একাডেমির 'উত্তরাধিকার' পত্রিকার 'বুদ্ধদেব বসু সংখ্যা' দুই বাংলায় সমানভাবে আদৃত হয়। কবিতা ও জীবনের সীমানাভাঙা কবি রফিক আজাদ বাংলাভাষী পাঠকের কাছে সদা-স্মরণীয় হয়ে আছেন তাঁর বহু কালজয়ী পঙক্তির মধ্য দিয়ে৷ ' যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের সব ভুলগুলো', 'সুন্দর সাম্পানে চড়ে মাধবী এসেই বলে যাই', 'এই সিঁড়ি পৌঁছে গেছে বঙ্গোপসাগরে' এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।

বাংলা সাহিত্যের বরেণ্য কবি রফিক আজাদের সমুদয় রচনার সংকলন 'রফিক আজাদ-রচনাবলি' খণ্ডাকারে প্রকাশ করছে প্রকাশনা-সংস্থা 'ঐতিহ্য'। এই রচনাবলিতে তাঁর প্রকাশিত- অপ্রকাশিত কবিতা, গদ্য, চিঠিপত্র ইত্যাদির সন্নিবেশ ঘটবে৷

'রফিক আজাদ-রচনাবলি' প্রকাশের বিষয়ে আজ ১৮ই জুলাই ২০২২ সোমবার সকালে পুরানা পল্টনের 'ঐতিহ্য' কার্যালয়ে 'কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ' এবং 'ঐতিহ্য'-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। 'কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ'-এর পক্ষে কবি-পত্নী অধ্যাপক দিলারা হাফিজ এবং 'ঐতিহ্য'-এর পক্ষে প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম  চুক্তি স্বাক্ষর করেন।

আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ কবি রফিক আজাদের ৮১-তম জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে 'রফিক আজাদ-রচনাবলি' প্রকাশিত হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল