ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি উপস্থিত থাকলে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ। সংসদ সদস্যকে বাদ দিয়ে কাউন্সিল করাসহ তারিখ পরিবর্তনের দাবি করেন তারা।
দুপুরে বাগাতিপাড়ার তমালতলা বাজারে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। এ সময় তিনি বলেন, স্থানীয় সাংসদ বিগত নির্বাচনগুলোতে তার নিজের ভাইসহ একাধিক স্থানে বিদ্রোহী প্রার্থী দিয়ে সংগঠনের বিপক্ষে অবস্থান নেন। এর মধ্যে তার ভাইসহ অনেকে বিজয়ী হওয়ায় সেসব স্থানে আওয়ামীলীগের নৌকা পরাজিত হয়েছে।
এছাড়া সামনের কাউন্সিলে তিনি ব্যক্তি প্রভাব খাটিয়ে বিদ্রোহীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। তাই মূল ধারার আওয়ামীলীগকে বাদ দিয়ে নেতৃত্ব তৈরির এমন ষড়যন্ত্র করার জন্য এমপিকে বাদদিয়ে কাউন্সিল করতে দলীয় প্রধান নেতৃবৃন্দকে আহবান জানান। এছাড়া আগামী ২৬ শে জুলাই কাউন্সিলের তারিখ পেছানোর দাবিও করেন তারা।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর