ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের কৃষকের গোয়ালের গরু-ছাগলের গোশত, বাগানের সুস্বাদু হিমসাগর আর ল্যাংড়া আমের স্বাদের তুলনা হয়না। তাই ছোট্ট জেলা মেহেরপুরকে নিয়ে আমরা গর্বিত। ১৮ জুলাই সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের জেলার সুস্বাদু আমের কদর, কৃষকের গোয়ালের গরু ও ছাগলের গোশত, পুকুরের মাছ আর কৃষকের উৎপাদিত সবজির স্বাদের কথাগুলো সাংবাদিকদের বেশি বেশি তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, আমাদের জেলার আয়তন খুব ছোট। এখানকার মাটি অত্যন্ত উর্বর।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমপি খোকন আরো বলেন, মেহেরপুর জেলায় আমরা দীর্ঘদিন পরে জন প্রশাসন মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের একজন প্রতিমন্ত্রী পেয়েছি। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে সুস্থ ধারার রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি।
বেন ইয়ামিন মুক্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, ওয়াজেদুল হক, কামারুজ্জামান খান, আবু লায়েচ লাবলু, গোলাম মোস্তফা, মহসিন আলী আঙ্গুর, মহসিন আলী, জুলফিকার আলী কানন, আবু আক্তার করন, রামিজ আহসান, আসিফ ইকবাল, জাহির হোসেন চঞ্চল প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে মেহেরপুর প্রেসক্লাবের পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা ক্রেস্ট ও প্রকাশিত স্বারকগ্রন্থ ‘উপলব্ধি’ তুলে দেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের হাতে।
সময় জার্নাল/এলআর