প্রযুক্তি ডেস্ক : বিশ্বের ১০৫ টি দেশের ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি ! যেখানে ৩৮ লাখের বেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ছড়িয়ে পড়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, মুঠোফোন নম্বর, ইমেইল, ঠিকানা, জন্ম তারিখ, পেশা, রিলেশনশিপ স্ট্যাটাস এবং অ্যাকাউন্ট তৈরির তারিখ।
ফাস হয়ে যাওয়া তথ্যের মধ্যে মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্যও রয়েছে।
এখন প্রশ্ন আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা ? এটা জানতে আপনাকে সাহায্য করবে ‘হ্যাভ আই বিন পনড' নামের একটি ওয়েবসাইট
ওয়েবসাইটটিতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মেইল ঠিকানা অথবা মোবাইল নম্বর দিলেই বলে দেবে আপনার আইডির কোনো তথ্য ফাঁস হয়েছে কি না।
কীভাবে জানবেন:
2.তারপর আপনার মুঠোফোন নম্বর কিংবা ইমেইল ঠিকানা দিয়ে ‘pwned ?' লেখাটতে ক্লিক করুন। নম্বর লিখতে হবে ইংরেজিতে এবং আন্তর্জাতিক ফরম্যাটে (+8801...) । নম্বরের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না।
3. 'pwned' এ ক্লিক করলেই জানতে পারবেন আপনি ভুক্তভোগীদের মধ্যে একজন কিনা !
তথ্যসূত্র: CNN
সময় জার্নাল/এমআই