শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে শিক্ষার্থীদের অধ্যয়নরত সময়ে লাইব্রেরি ভাড়া দিয়ে শ্যুটিং করায় শিক্ষার্থীরা প্রতিবাদ করে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে পাঠাগারটির ভেতরে শ্যুটিংয়ের জন্য কিছু মানুষ আসার পর সকল শিক্ষার্থীদের পড়াশোনার ব্যঘাত ঘটলে শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দাড়িয়ে এর প্রতিবাদ জানান।
এসময় শিক্ষার্থীরা জানান, কিছুদিন পূর্বে ক্লাস চলাকালীন সময়ে শ্যুটিংয়ে উচ্চশব্দে
গানবাজনা বাজালে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নামবিকৃতি করে নাটক করার কারনে শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে প্রতিবাদ করে।
শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সৃষ্টির পরিবর্তে ব্যঘাত ঘটিয়ে ভাড়ার বিনিময়ে টাকা আয় করার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন নুর ইসলাম নামের এক শিক্ষার্থী।
মাসুম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম বিকৃতির ও কৃষিবিদদের অসম্মান করার ঘটনা বারবার ঘটা স্বত্তেও বারবার শ্যুটিংয়ের অনুমতি দিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন।
অনুমতি নিয়ে এসেছে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুনুর রশীদ বলেন, আমার এবং লাইব্রেরীয়ানের অনুমতি নিয়েই তারা গেছে।
প্রধান লাইব্রেরিয়ান ড. আনোয়ারুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, লাইব্রেরি ভাড়া দেওয়ার নিয়ম আছে। তাই ভাড়া দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পরে তারা চলে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যঘাত ঘটিয়ে লাইব্রেরি ভাড়া দেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই শিক্ষার্থীদের গুরুত্ব আগে।
এমআই