তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজের আইসিটি বিভাগের আয়োজনে সোমবার দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণার্থী হিসেবে কলেজের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যবৃন্দ অর্থাৎ বিভাগীয় প্রধানগণ ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা প্রধান অতিথি হিসেবে সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এএসএম আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের কো-অর্ডিনেটর ও কোর্স পরিচালক মো. সালাহ্উদ্দীন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম এনালিস্ট জনাব মামুনুর হোসেন ও সরকারি তিতুমীর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন।
প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক বিষয়াদি, সাধারণ সফটওয়্যারসমূহ, ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল মিটিং, কম্পিউটার সিকিউরিটি, মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, আইওটি ইত্যাদিসহ একটি স্মার্ট অফিসের জন্য আইসিটি বিষয়ক নানান দিক আলোচনা করা হয় ও ল্যাব প্রশিক্ষণ দেয়া হয়।
বিকালের সেশনে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এমআই