নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রথমবারের মতো কে আর ওয়ই ইন্টারন্যাশনাল সর্ব সাধারণ মোবাইল ব্যাবহারকারীদের জন্য দিচ্ছে আজীবন মোবাইল সার্ভিসের নিশ্চয়তা। কে আর ওয়ই ইন্টারন্যাশনালের ব্রান্ড শপ থেকে অথবা কে আর ওয়ই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে যে কোন ব্রান্ডের মোবাইল ক্রয় করলেই গ্রাহকরা আজীবন মোবাইল সার্ভিসের সুবিধাটি পাচ্ছেন।
এছাড়াও কে আর ওয়ই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন যে কোনো পণ্য, সাথে আরো থাকছে ই এম আই সুবিধা।
কে আর ওয়ই ইন্টারন্যাশনালের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম বলেন, সাধারণ ক্রেতাদের পরিচ্ছন্ন সেবা দেয়ার জন্য সারা বাংলাদেশে আমাদের ৯ টা আউটলেট আছে এবং আমরা এই সংখ্যা টা বাড়ানোর চেষ্টা করছি। ক্রেতারা যেন তাদের চাহিদা অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। এছাড়াও আমরা পুরোনো মোবাইল পরিবর্তন করে নতুন মোবাইল দিয়ে থাকি আর মোবাইলের সার্ভিস নিশ্চিত করার জন্য আমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেন্টার পরিচালনা করে থাকি।
উল্লেখ্য, কে আর ওয়ই ইন্টারন্যাশনালের ব্রান্ড শপের এই অফারটি চলবে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত।
এমআই