ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
একাংশের বর্জনের মধ্যদিয়ে প্রায় ৮ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সকালে উপজেলার বিহারকোল মোড় এলাকার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় এমপি শহিদুল ইসলা বকুল, সংরক্ষিত নারী এমপি রত্না আহমেদ, উদ্বোধক জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ও প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ একাংশ সম্মেলন বর্জন করায় সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী ও সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
সম্মেলনে অতিথিরা বলেন, দলের ত্যাগী ও আনুগত্যশীল নেতাদের কাউন্সিলে নেতৃত্ব প্রদান করা হবে। যাদের মাধ্যমে দলের বিভেদ দূর করে দলকে সুদৃঢ় করে শেখ হাসিনার উন্নয়নের বার্তা মানুষকে পৌছে দিয়ে আগামীতেও এ সরকারকে ক্ষমতায়ন করা হবে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ একাংশের নেতৃবৃন্দ দুদফা সংবাদ সম্মেলন করে বহিঃস্কৃত ও নৌকার বিপক্ষে অবস্থান নেয়া স্থানীয় এমপি ও তার সহযোগীদের সম্মেলনে যোগদান করা থেকে বিরত রাখতে দলের হাই কমান্ডকে আহবান জানান। সেই আহবানে সাঁড়া না পেয়ে কাউন্সিল বর্জন করেন সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ।
পরে বিকালে কাউন্সিলর নির্বাচন করে দ্বিতীয় অধিবেশনে উপজেলার নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।
সময় জার্নাল/এলআর