এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পৌর সদরে অবস্থিত সরকারী আইনউদ্দিন কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ সালাম মিয়ার অর্থায়নে ও সরকারী আইনউদ্দিন কলেজের বাস্তবায়রন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত সরকারী আইনউদ্দিন কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ সালাম মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতিও প্রতিষ্ঠাতার পুত্রবধু সুরাইয়া সালাম,সাধারন সম্পাদক রাধা রাণী ভৌমিক,সহযোগি অধ্যাপক প্রদীপ কুমার সরকার, সহযোগি অধ্যাপক মোঃ মোহসিন ,সহযোগি অধ্যাপক বাশার সরোয়ার,শিক্ষার্থীর পিতা আতিয়ার রহমান এবং সংবর্ধিত ও অনুদান প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার মীম ও তৃষা সাহা ।
সাদিয়া আক্তার মীম ও তৃষা সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত হওয়ায় তাদের প্রত্যেককে নগদ ৩০হাজার টাকা অর্থিক অনুদান ও সংবর্ধনা দেওয়া হয়।
সময় জার্নাল/এলআর