মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
কোরআন খতম, দোয়া, আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা স্বেচ্ছাাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর