শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সবচেয়ে দামি হোটেলে জার্মানি, ভার্সিটির হোস্টেলে থাকবেন মেসিরা

শনিবার, জুলাই ৩০, ২০২২
সবচেয়ে দামি হোটেলে জার্মানি, ভার্সিটির হোস্টেলে থাকবেন মেসিরা

স্পোর্টস ডেস্ক:

অভিজাত হোটেলের অভাব নেই কাতারে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলো নিজেদের সুবিধা মতো পাঁচ তারকা হোটেল বেছে নিয়েছে। আর্জেন্টিনা-স্পেনের মতো কিছু দল আবার অবস্থান করবে বিশ্ববিদ্যালয় হোস্টেলে। ৩২ দলের কে কোথায় থাকবেন তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদেরও। কেননা, পছন্দের টিমের কাছাকাছিই থাকতে চাইবেন সবাই। ফাইভ স্টার হোটেলগুলোতে আধুনিক সব সুবিধা থাকলেও অ্যালকোহল নেই। কারণ, ইসলামী প্রজাতন্ত্র কাতারে মদ্যপান নিষিদ্ধ।
আসরের আয়োজক কাতার বেছে নিয়েছে ‘আল আজিজিয়া বুটিক’ হোটেল। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স থাকবে ‘আল মেসিলা’ রিসোর্টে। রাজধানী দোহার কাছে অবস্থিত এ রিসোর্টে জনপ্রতি প্রতি রাতে খরচ পড়বে ২৫০০ ডলার। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি কাতারের সবচেয়ে ব্যয়বহুল হোটেল বেছে নিয়েছে।

তারা অবস্থান করবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ওয়েলনেস রিসোর্ট ‘জুলাল’-এ। রিসোর্টের রয়্যাল সাইট ভাড়া নিতে প্রতি রাতে খরচ হবে ১০ হাজার ডলার। দোহা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত জুলাল হোটেলকে কেন বেছে নিলো জার্মানি? রিসোর্ট ম্যানেজার ড্যানিয়েল ভাস্তোলো জানান, এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আর রাজধানী থেকে দূরে থাকায় দোহার শোরগোল ছুঁতে পারবে না খেলোয়াড়দের। হোটেলে এসে ভক্তরা বিরক্ত করার সুযোগও পাবে না।


বেলজিয়াম দল অবস্থান করবে ‘হিল্টন সালওয়া’ হোটেলে। এতে থাকছে প্রাইভেট বিচ, ওয়াটার থিম পার্ক, স্লাইড অ্যান্ড ক্লিফ জাম্পসের সুবিধা। ভিলার খরচ প্রতি রাতে ৭ হাজার ডলার। ইংল্যান্ড দল ‘সউক আল ওয়াকরা’ হোটেলে থাকবে। থ্রি লায়ন্সদের জন্য নিকটবর্তী সমুদ্র সৈকতে নিরিবিলি অবকাশ যাপনের সুযোগ থাকছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রধান সড়কের পাশে ‘সিটি সেন্টার ওয়েস্টিন’ হোটেল বেছে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল দল আরব উপসাগরের কুলঘেঁষা ‘দ্য পার্ল’ হোটেলে থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করবে। এসব হোটেলে অ্যালকোহল ছাড়া সকল সুবিধাই পাবেন ফুটবলাররা। আরবের ঐতিহ্যবাহী খাবার-দাবারের সঙ্গে বাড়তি জিম সরঞ্জাম এবং ভিডিও গেমস খেলার ব্যবস্থাও রাখা হয়েছে।

লিওনেল মেসির আর্জেন্টিনা বেছে নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়ের অভিজাত হোস্টেলকে। সেখান থেকে তাদের ট্রেনিং গ্রাউন্ডের পায়ে হাঁটা দূরত্ব। ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনও কাতার বিশ^বিদ্যালয়ের লাক্সারি হোস্টেলে অবস্থান করবে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল থাকবে আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেলে।

৩২ দল কে কোথায় অবস্থান করবে
গ্রুপ ‘এ’
কাতার: আল আজিজিয়া বুটিক হোটেল
ইকুয়েডর: হায়াত রেজেন্সি ওরেক্স দোহা
সেনেগাল: দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল
নেদারল্যান্ডস: দ্য সেন্ট রেজিস দোহা
গ্রুপ ‘বি’
ইংল্যান্ড: সউক আল ওয়াকরা হোটেল
ইরান: আল রাইয়্যান হোটেল দোহা
যুক্তরাষ্ট্র: মারসা মালাজ কেম্পিনস্কি, দ্য পার্ল
ওয়েলস: ডেল্টা হোটেলস সিটি সেন্টার দোহা
গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা: কাতার ইউনিভার্সিটি হোস্টেল ১
সৌদি আরব: সি-লাইন বিচ, মুরওয়াব রিসোর্ট
মেক্সিকো: সিমাইসমা, মুরওয়াব রিসোর্ট
পোল্যান্ড: এজদান প্যালেস হোটেল
গ্রুপ ‘ডি’
ফ্রান্স: আল মেসিলা রিসোর্ট অ্যান্ড স্পা
অস্ট্রেলিয়া: নিউ অ্যাসপায়ার একাডেমি অ্যাথলেট হোস্টেল
ডেনমার্ক: রেতাজ সালওয়া রিসোর্ট অ্যান্ড স্পা
তিউনিসিয়া: ওয়াইদাম গ্র্যান্ড দোহা ওয়েস্ট বে বিচ
গ্রুপ ‘ই’
স্পেন: কাতার ইউনিভার্সিটি হোস্টেল ২
কোস্টারিকা: দুসিত ডি২ সালওয়া দোহা
জার্মানি: জুলাল ওয়েলনেস রিসোর্ট
জাপান: র‌্যাডিসন ব্লু হোটেল দোহা
গ্রুপ ‘এফ’
বেলজিয়াম: হিল্টন সালওয়া বিচ রিসোর্ট 
কানাডা: সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল লুসাইল
মরক্কো: ওয়াইনদাম দোহা ওয়েস্ট বে
ক্রোয়েশিয়া: হিল্টন দোহা
গ্রুপ ‘জি’
ব্রাজিল: দ্য ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা
সার্বিয়া: রিক্সোস গালফ হোটেল দোহা
সুইজারল্যান্ড: লা রয়্যাল মেরিডিয়ান দোহা
ক্যামেরুন: বানিয়ান ট্রি দোহা 
গ্রুপ ‘এইচ’ 
পর্তুগাল: আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেল
ঘানা: ডাবল ট্রি হিল্টন দোহা- আল সাদ
উরুগুয়ে: পুলম্যান দোহা ওয়েস্ট বে
দক্ষিণ কোরিয়া: লা মেরিডিয়ান সিটি সেন্টার দোহা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল