মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
ভর্তি পরীক্ষার্থীদের নানান সেবা ও সহযোগিতায় কাজ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।
আজ শনিবার (৩০ জুলাই) গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের পরীক্ষায় তারা শৃঙ্খলাসহ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় নানা দায়িত্ব পালন করেন।
কুবি বিএনসিসি প্লাটুনের ৬০ জন সদস্য ভর্তি পরীক্ষার মোট ৯টি কেন্দ্রে তারা শৃঙ্খলার দায়িত্বে কাজ করেছেন। তারা বিভিন্ন কেন্দ্রে আসন বিন্যাস ও সিট প্ল্যান লাগানো, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে চেকিং করে কেন্দ্রে প্রবেশ করানো, মোবাইল ম্যানিবেগ জমা রাখা, কোন পরীক্ষার্থী ভুল করে কোন কেন্দ্রে চলে গেলে তাদেরকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়া, রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে দক্ষ ক্যাডেটদেরকে দিয়ে ট্রাফিক ব্যবস্হা ঠিক রাখা সহ নানা সহায়তামূলক কর্মকাণ্ড করতে দেখা যায় তাদের।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হাসানুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা প্রতি বছরের ন্যায় এবছর ২০২১-২০২২ গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে, ট্রাফিক পয়েন্টে ও এ ইউনিটের ব্যানারের কাজে প্রশাসনকে সহযোগিতা করেছি এবং আমরা দক্ষতার সাথে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করার সর্বাত্বক চেষ্টা করেছি।
এমআই