স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যেই হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও টসে হেরে ফিল্ডিংয়ে নামতে হয় টাইগারদের। আর বোলিংয়ে নেমেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন মোসাদ্দেক হোসেন। নিজের নির্ধারিত ৪ ওভারে ৫ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভার চার বলে ৫ উইকেট হারিয়ে ৩১ রান। মাঠে আছেন সিাকন্দার রাজা ও রায়ান বুর্ল।
দ্বিতীয় ম্যাচের প্রথম বলেই টাইগারদের সাফল্য এনে দেন অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রেগিস চাকাভাকে অধিনায়ক এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে ফেরান তিনি।
এরপর তিনে নামা ওয়েসলি মাধবেরেকেও ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরান মোসাদ্দেক। চতুর্থ বলে মোসাদ্দেককে চার মারার পর ওভারের শেষ বলেও এই অফ স্পিনারকে চার্জ করতে যান মাধবেরে।
তবে অফের বাইরের বলটি হাঁকাতে গিয়ে মেহেদী হাসানের ক্যাচে পরিণত হন মাধবেরে। প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রান করেছিলেন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।
নিজের দ্বিতীয় ওভারে এসে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ এরভিনকেও ফিরিয়েছেন মোসাদ্দেক। এই অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ১ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এরভিন।
পরে তার বলে আউট হন মিল্টন সুম্বাও। হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সময় জার্নাল/এলআর