এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ধান চাষে ভিন্নতা এনেছেন এক কৃষক। সবুজ পাতা নয়, বেগুনি পাতায় মোড়া পুরো ধানের ক্ষেত। এতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। চারপাশে সবুজ ধানের সমারোহ। মাঝখানে বেগুনি রঙের পাতার ধান ক্ষেত। প্রথমবারের মতো এ ধান চাষ করে সফল হয়েছেন কৃষক এনামুল।
তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাশাহরা (টেংরা) গ্রামের আবদুল আউয়ালের ছেলে। মাওনা বরমী আঞ্চলিক সড়কের পাশের মাঠে এ ধান চাষ করেছেন। ইতোমধ্যে তার জমির ধান কাটার সময় কাছাকাছি চলে এসেছে। ফলনও বেশ ভালো হয়েছে। এতে খুব খুশি হয়েছেন তিনি।
এনামুল বলেন, ইউটিউবে বেগুনি রংয়ের ধান দেখে উৎসাহ জাগে ধান রোপন করার জন্য পরবর্তীতে উপজেলা সহকারী কৃষি অফিসার সারোয়ার হোসেন এর কাছ থেকে ৫ কেজি ধানের বীজ সংগ্রহ করেন। পরবর্তীতে আদর্শ বীজতলা তৈরি করেন। ১ একর (৩ বিঘা) জমিতে ধান গাছের চারা রোপণ করেন। রোপণের ১৪৫-১৫৫ দিনের মধ্যে এ ধান কাটার উপযোগী হয়ে যায়। পূর্ণ বয়সে ধান গাছের কাণ্ড ও পাতা বেগুনি রং ধারণ করে।’ বেগুনি রঙের ধান দেখে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়। তারা নানা ভাবে জানতে চেষ্টা করেন ধান সম্পর্কে।
তিনি জানান, দ্রুত ফলন হওয়ায় এ জাতের ধানে রোগ বা পোকা-মাকড়ের আক্রমণ হয় না। গাছ শক্ত হওয়ায় ঝড়-বৃষ্টিতেও হেলে পড়ার সম্ভাবনা কম থাকে।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগাযোগ করলে জানা যায়, ‘বেগুনি রঙের ধান বিদেশি জাত নয়। দেশীয় শুক্রাণু প্রাণরস থেকে উৎপাদিত। এপি উফশি জাতের ধান। একর প্রতি ফলন ও পুষ্টিগুণ অন্য ধানের মতই। তবে বিভিন্ন অঞ্চলে এ ধান নানা নামে পরিচিত।’
সময় জার্নাল/এমআই