এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে শহরের ঝিলটুলিতে বিভিন্ন রেস্টুরেন্ট ও কফি হাউজে এ জেলা প্রশাসন এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর , নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে মানব স্বাস্হ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশে এবং অবৈধভাবে খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে পালকি রেস্টুরেন্ট ও কফিহাউজ কে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ২ মাসের জন্য সাময়িক বন্ধ করার নির্দেশ দেয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক হাজির না হওয়ায় আগামী ৭ দিনের মধ্যে অফিসে হাজির হয়ে লিখিত জবাব দিতে নোটিশ প্রদান করা হয়েছে।
এছাড়া ও জনতা ব্যাংকের মোরে মোহাম্মাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের কারখানা সাময়িক বন্ধসহ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম এবং রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিল ।
স্যানিটারি ইন্সপেক্টর , নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান জানান , তাদের চলমান অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
সময় জার্নাল/এলআর