বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. আব্দুল খালেক তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় খুলনায় একটি বে-সরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। শনিবার বাদ আসর জানাজা শেষে তার মরদেহ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কবরস্থানে দাফন করা হয়েছে।
সময় জার্নাল/এমআই