জেলা প্রতিনিধি:
ভোলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামালা করেছেন।
বৃহস্পতিবার তিনি এ মামলাটি দায়ের করেন।
গত রোববার (৩১ জুলাই) দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এদিন গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। আর আহত হন বেশ ক’জন নেতাকর্মী।
এরপর বুধবার (৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম।
সময় জার্নাল/এলআর