ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকার কন্যা শিশু দৃষ্টিকে হত্যা ও গুমের মামলায় আসামি সন্ধ্যা ওরফে রিতাকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিনের আদালত এই রায় প্রদান করেন। ১০ হাজার টাকা অনাদায়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মামলায় শ্রী মোহন কুমার অভিযোগ করেন, ২০১৭ সালের ৫ মে বেলা ১১ টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড়, বাজারপাড়া এলাকার ১১ বছরের ছেলে দ্বীপ ও আড়াই বছরের মেয়ে দৃষ্টি খেলাধুলা করার জন্য বাহিরে যায়। ছেলে। বেলা ১২ টার দিকে খাবার খাওয়ানোর জন্য তার ফুপু তুলশী দৃষ্টিকে খুঁজে না পেয়ে তাকে ও তার স্ত্রীকে জানায়। পরে তাকে খুজেঁ না পেয়ে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে পরিবারের সাথে পুলিশও তল্লাশী শুরু করে।
পরের দিন ৬ মে প্রতিবেশি প্রদীপ সরকারের বাড়িতে তল্লাশী করে তার খাটের নিচের টিনের টাঙ্ক থেকে প্লাস্টিকের সারের বস্তা থেকে দৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ওই দিনই মোহন বাদী হয়ে প্রদীপ সরকার, তার স্ত্রী সন্ধ্যা ওরফে রিতা এবং সন্তান হৃদয় সরকারকে আসামী করে মামলা করে। পরে পুলিশ তদন্তু করে দুই জনকে অব্যাহতি দিয়ে রিতার বিরুদ্ধে চার্জশীট প্রদান করে।
আদালত দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আসামী রিতার উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
সময় জার্নাল/এলআর