এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মিথ্যা মামলা ও প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আলহাজ্ব বাচ্চু মিয়া নামে এক
ব্যক্তি। সোমবার দুপুরে উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে লিখিত সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া বলেন, ১৯৯৯ সালে তিনি
আশরাফপুর গ্রামের আলী নোয়াজ থেকে ৮ শতক জমি ক্রয় করে ৪ জন সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করে বহুতল ভবন তৈরি করে বসবাস করে আসছেন। দীর্ঘ ২৩ বছর পর একই এলাকার আবুল কাশেম গং তার বহুতল ভবনের পাশে জায়গা পাবে মর্মে দাবি করে পার্শবর্তী আরও একটি নির্মানাধীন ভবনের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। তিনি প্রতিবাদ করলে আবুল কাশেম গংরা হামলা চালিয়ে বাচ্চু মিয়ার ছেলে মহিন উদ্দিন হাসান ও নেছার উদ্দিনকে আহত করে।
পরবর্তীতে আবুল কাশেম গং মিথ্যা অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে দুটি মামলা দায়ের করে। এছাড়াও বিভিন্নভাবে তাদেরকে প্রাণনাশসহ হুমকি ধমকি দিয়ে আসছে। লিখিত বক্তব্যে বাচ্চু মিয়া আরও উল্লেখ করেন, আবুল কাশেম গংয়ের দাবি অনুযায়ী দায়েরকৃত দুটি মামলায় থানা প্রশাসন নিরপেক্ষ প্রতিবেদন দিলেও তারা উক্ত প্রতিবেদনগুলো প্রত্যাখান করে। আবুল কাশেম গং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়ে মানহানী করে আসছে। আমরা এসবের প্রতিবাদ করলে তারা আমাদের উপর দফায় দফায় হামলা করে ও মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদেরকে হয়রানী করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামের মোঃ নোমান, মিলু মিয়া, কাজী আবু আবদুল্লাহসহ আরও অনেকে।
এমআই