আমার গুপ্তধন
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
জুম চাষ থেকে শুরু করে
সকল আবিষ্কারের জননী।
বাড়ি তৈরীতে আমার আর্কিটেকচার
যুগযুগ ধরে আজও বিদ্ধমান।
মেডিসিন জগত রয়েছে নেত্রে
সকল রোগের নিরাময় আমার জানা।
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
জ্ঞান ডাকাতি করে হয়েছিলে তোমরা সমৃদ্ধ ।
তবু যুগে যুগে অবহেলিত কেন আমি?
আমার সংস্কৃতি হয়েছে তোমার জীবনের পথ চলা।
কোথায় খুজে পাবে না আর এমন জাতি
বন্য সভ্যতার জাতি হিসেবে আমার প্রথম পরিচয়।
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
শ্রদ্ধা ভক্তিতে ভরা আমার জীবন
হতে পারি জড়োউপাসক বিভিন্ন জাতিতে
ভরা আমার গুপ্তধনের সম্ভার।
তবু যুগে যুগে অবহেলিত কেন আমি?
এই প্রশ্নের উত্তর হয়ত বা জানা নেই
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।