শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২
গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- কড্ডা খোয়ারপাড়ার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে যায়।গোসলের এক পর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এ সময় অপর এক শিশু চিৎকার শুরু করে।

পরে আশপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পরে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল