আন্তর্জাতিক ডেস্ক:
রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানের গোলাবারুদ রাখার স্থানে বিস্ফোরণে আক্রান্ত হয়। তবে কোনো হামলার কারণে তা হয়নি, বিমানের কোনো সরঞ্জামের ক্ষতিও হয়নি।
রয়টার্স বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৩.২০ (জিএমটি ১২.২০) উপদ্বীপের পশ্চিম উপকূলের নোভোফেডোরিভকার কাছে বিমান ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া এলাকাটি দখল করে নেয়। আর সাম্প্রতিক সময়ে এখান থেকেই ইউক্রেনে হামলা চলানো হয়।
ক্রিমিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত ও অন্য আটজন আহত হয়েছে।
সময় জার্নাল/এলআর