রাকিব চৌধুরী,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে মাদক বিরোধী সংগঠন উপলব্ধির আয়োজনে মাদক বিরোধী র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আয়োজন সহযোগিতায় ছিলো গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকাল ১০ঃ৩০ এ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা মাদক বিরোধী দিক নির্দেশনামূলক বক্তব্য এবং উপদেশূলক কথা প্রদান করেন।
সেমিনারের বিশেষ অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন "তোমাদের দিকেই দেশ তাকিয়ে আছে, তোমরা মাদক ছাড়।বিষয়টা হচ্ছে একজন মাদকসেবিকে কিন্তু কেউ বিশ্বাস করে না। এখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী দেখতে পাচ্ছি সবাই যার যার দিক থেকে দেশের কর্ণধার হবে। সবাইকে বলে রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
বিশেষ অতিথি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বলেন " আমাদের মনকে জদি আটকাতে পারি তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দরকারই পরবে না।আর পালানোর উপায় নেই এখন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডোপ টেস্ট দরকার হবে।"
প্রধান আলোচক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশ্নোত্তর পর্ব শেষে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য উপলব্ধি বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে যুদ্ধ করা মাদক বিরোধী একমাত্র সংগঠন।
সময় জার্নাল/এলআর