নাইম তানভীর, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো - ঢাকা সিটি কলেজ (ভর্তি রোলঃ ১০০০০১-১০২১০০) ২১০০ শিক্ষার্থী,সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ (ভর্তি রোলঃ১০২১০১-১০৪১০০) ২০০০ শিক্ষার্থী, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ (ভর্তি রোলঃ ১০৪১০১-১০৬৬০০) ২৫০০ শিক্ষার্থী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (ভর্তি রোলঃ ১০৬৬০১-১০৯৬০০) ৩০০০ শিক্ষার্থী এবং বুটেক্স (ভর্তি রোলঃ ১০৯৬০১-১১২৮৬৩) ৩২৬৩ জন।
বুটেক্সে চার বছর মেয়াদি বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কারিকুলামে ৫টি অনুষদের অধীনে ১০টি বিভাগে সর্বমোট আসন সংখ্যা ৬০০ জন। প্রতি আসনের বিপরীতে প্রায় ২১ শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট ২০০ নাম্বারের লিখিত পরীক্ষায় গণিতে ৬০,পদার্থে ৬০,রসায়নে ৬০ ও ইংরেজিতে ২০ নাম্বার বরাদ্দ থাকবে।
উল্লেখ্য আবেদনকৃত ১২৮৬৩ জন শিক্ষার্থীর সবাই এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন।
এমআই