মো: মঈন উদ্দিন রায়হান : ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টায় ময়মনসিংহ-
কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌরসভা এলাকার চণ্ডীপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ট্রাকটি বালু বোঝাই করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ড্রাইভার ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সাথে ধাক্কা লাগে।
প্রত্যক্ষ দর্শীরা জানান ঘটনাস্থলেই ড্রাইভার মারা যায়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে চেষ্টা চলছে।
সময় জার্নাল/এমআই