এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়েছেন মোবাইলকোর্ট। যথাযথ কাগজ পত্র খোতে না পারায় ট্রেনিং সেন্টারের পরিচাল মো. আবু বকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম পুলিশের সহযোগীতায় মোবাইলকোর্ট পরিচলনা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান, বিটিএফ মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের একটি শাখা মোরেলগঞ্জে পল্লী চিকিৎসকদের ৬ মাস মেয়াদের একটি কোর্সের ট্রেনিং করাচ্ছিল। শাখার পরিচালক ট্রেনিং সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। সে কারনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ দেওয়া হলে পরিচালক জরিমানার টাকা ও মুচলেকা দিয়ে মুক্ত হন।
এমআই