আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে ইবির লালন শাহ হলে ছাত্রলীগের আয়োজনে হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হলের প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
এছাড়া অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, হলের আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেন, ইবি প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মেজবাহ, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে মীর জিল্লুর রহমান বলেন, ‘আমরা দুর্দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলাম। এখন পরিবেশ অনূকূলে। আমাদেরকে প্রগতিশীলতার চর্চা করতে হবে। আমরা চাই না ছাত্রলীগ চাঁদাবাজি করুক, টেন্ডারবাজী করুক। আমরা চাই ছাত্রলীগের যে তিন শর্ত শিক্ষা, শান্তি ও প্রগতির আদর্শের সংগঠন হিসেবে গড়ে উঠুক।’
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এমআই