ডা. তাইফুর রহমান:
উদ্ভট, বাস্তবতা বিবর্জিত, নৈতিকতাহীন শিক্ষা দিয়ে আর যাই হোক সুস্থ মানুষ তৈরী করা যায় না।
শিক্ষাঙ্গনে শিক্ষার চাইতে রেগডে প্রাণোচ্ছল, গবেষণার চাইতে কনসার্টের কদর বেশি হলে আর যাই হোক অশ্লীলতা ছড়াতে সময় লাগে না।
স্বীকার করেন আর না-ই করেন এই দুনিয়ার মালিক কিন্তু আল্লাহই।আল্লাহর দেয়া পথ,আল্লাহর দেয়া নিয়মনীতিকে কটাক্ষ করে আর যাই হোক সুন্দর সমাজ গঠন করতে পারবেন না।
আল্লাহর পথে চলা যুবককে ধর্মান্ধ আখ্যা দিয়ে মানবিক মানুষ তৈরির আশা করা দুরাশা।
কুমিল্লা টাউনহলে সন্ধ্যার পর শুরু হয় গাঁজা খাওয়া আর নেশা টানার উৎসব। বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে কুমিল্লার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। একজনের সঙ্গে কথা বলে জানা গেল আট হাজার টাকা খরচ করে আফগানিস্তান থেকে গাঁজা নিয়ে এসেছে।
চেম্বারে আগত অসংখ্য যুবককে দেখেছি ড্রাগ এডিক্ট। এই বয়সে বিএফ, জিএফ,রিলেশন আর ব্রেকআপ তাদের নিত্য আলোচ্য বিষয়।" প্রেম পিরীতি গলার মালা বললে কি আর হয়" তাদের ঠোঁটের স্পন্দন। হয়না বলেই ঠোঁটে ঠোঁটে দোলে জলন্ত সিগারেট। অশ্লীলতার জোয়ার আজ সর্বত্র!! নিরবে অশ্রু ঝরাচ্ছে ভেঙে পড়া পরিবারগুলো।
আপনার আমার সন্তানকে কোথায় পাঠাবো???
নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছি আমি-আপনি, এই মাটি,ইট -পাথরের তৈরি এই নিঠুর শহর।