এম.পলাশ শরীফ : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ জনসাধারণকে সচেতন করতে বহরবুনিয়ার জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন।
রোববার সকালে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে এ সব মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন হালাদার, সহ-সভাপতি আঃ লতিফ হাওলার, কৃষক লীগের সভাপতি ইছাহাক হাওলাদার, ইউপি সদস্য ফরিদ ফরির, জাহিদুল ইসলাম কচি, ইউপি সদস্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ, ফোরকান হোসেন প্রিন্সসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে এখন পর্যন্ত এক হাজার মাস্ক বিতরণ হয়েছে। এ ইউনিয়নে মাস্ক বিতরণ অব্যহত রয়েছে। পর্যাক্রমে গোটা ইউনিয়নে ৪/৫ হাজার মাস্ক বিতরণ করা হবে।
সময় জার্নাল/এমআই