ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বিধবা নারী ও এক পথচারী নিহত হয়েছে। সকালে বড়াইগ্রামের নটাবাড়িয়া ও সিংড়ার আজরদরগা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত মাজেদা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে দেবরের বাড়ি যাওয়ার সময় তিরাইল দিকে থেকে বনপাড়াগামী মোটর সাইকেল ধাক্কা দিলে মাজেদা বেওয়া আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে নাটোর - বগুড়া মহাসড়কের সিংড়ার আজরদরগা নামক স্থানে দ্রুতগামি পরিবহনের চাপায় এক পথচারী নিহত হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর