ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে পুলিশের আতংকে পালাতে গিয়ে পুকুরে লাফিয়ে পড়ে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া এলাকায় সামছুল হক নামে জুয়ারুর মৃত্যু হয়েছে।
গতরাতে পুলিশ নিয়মিত টহল দিতে ওই এলাকায় গেলে জুয়ারুরা তাদের ধরতে এসেছে এমন মনে করে পালাতে গিয়ে সামছুল পুকুরে পড়ে তলিয়ে যায়। সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে বাগানে বা গোপন স্থানে জুয়ারুরা নিয়মিত জুয়া খেলে। গত রাতে নিয়মিত টহল দিতে ওই এলাকায় পুলিশ গেলে জুয়ারুদের এক সোর্স খবর দেয় এলাকায় পুলিশ এসেছে।
ওই খবরে বিভিন্ন দিকে পালাতে গিয়ে সামসুল একটি পুকুরের পানিতে পড়ে যান। পরে সকালে স্থানীয়রা সামসুলের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সামসুল লক্ষীপুর সালামের মোড় এলাকার আমির মুন্সির ছেলে। পরে ময়না তদন্তের মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
সময় জার্নাল/এলআর