শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

রোববার, আগস্ট ১৪, ২০২২
দিনাজপুরে জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেড'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট-২০২২) সকাল ১১টায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল ইনচার্জ মোঃ মাজহারুল হক। প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে আলোচনা করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আ স ম ইব্রাহীম।

হাসপাতালের অফিসার গ্রেড-২ (প্রশাসন) মোহাম্মদ নুরুজ্জামান হক'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের হিসাব ইনচার্জ মোঃ আবুল কাশেম ও সহকারী অফিসার গ্রেড-১ (মার্কেটিং ইনচার্জ) মোঃ আব্দুল্লাহিল বারি। 

অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের ইনচার্জ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সব শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল