এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক দিনভর অনুষ্ঠান পালন করেছেন।
সোমবার বেলা ৯টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে মুক্তযোদ্ধারা জাতির পিতার মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন।
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সুবেদার (অব.) আব্দুল গফ্ফার, মুজিববাহিনী প্রধান ডা. মোসলেম উদ্দিন, সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিমসহ সকল ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল সরকারি বালিকা বিদ্যালয়, মোরেলগঞ্জ প্রেস ক্লাব, পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মকর্তারা মাল্যদান করেন। উপজেলা আওয়ামী লীগ, পৌর সভা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।
একটি শোক র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পৌরপার্কের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ।
অপরদিকে তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পুষ্পার্ঘ্য অপর্ণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ইনচার্জ মোহা. মোখলেসুর রহমান সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বারইখালী যুবগোষ্ঠির আয়োজনে সাবেক মেম্বার মো. মিজানুর রহমান বিপুর উদ্যোগে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিক মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর