দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে এক প্রধান শিক্ষিকা'কে বেধড়ক পিটিয়েছেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপায়ন খীসা। ঘটনার পর আহত শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে (৪৪) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মৌসুমী ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী ত্রিপুরা বলেন, সকালে বিদ্যালয়ের ভাঙা গেইট মেরামতের আবেদন নিয়ে উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসে গিয়েছিলাম । এসময় হঠাৎ ক্ষুদ্ধ হয়ে আমার উপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে থাকেন এটিইও সুপায়ন খীসা। আমি অজ্ঞান হয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত অপর এটিইও এবং অফিসের অন্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা বড়ুয়া বলেন, রোগীর (মৌসুমী ত্রিপুরা) বাম চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার মাথায় আঘাত আছে। আমরা তাকে ভর্তি করেছি।
সহকারী শিক্ষা অফিসার সুপায়ন খীসার যোগাযোগের চেষ্টা করলে তির ফোন বন্ধ পাওয়া যায় ।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর