সময় জার্নাল ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ৩টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ ইমাম হোসেনকে এই বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। একই দায়িত্বে রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্রগ্রামের কমান্ড্যান্ট শ্যামল কুমার নাথকেও পদায়ন করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহের কমান্ড্যান্ট বেগম ফাহিমা হোসেনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) করা হয়েছে।
এমআই