আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে চারটি বিভাগে ৩৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ২৪টি। এছড়া বিজ্ঞান অনুষদভূক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৮৬ জন শিক্ষার্থী।
এই দুই ইউনিটে আসনপ্রতি যথাক্রমে লড়বেন ৬ জন ও ১২ জন ভর্তিচ্ছু। তাদের গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে যথাক্রমে ২৭ ও ২৮ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র এসব তথ্য জানিয়েছে।
আইসিটি সেল সূত্র জানিয়েছে, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত তিনটি বিভাগ ছাড়াও কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ‘ডি’ ইউনিটে যুক্ত করা হয়েছে। ফলে ৮০টি আসন বেড়ে আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩২০টিতে। তাই গতবছরের তুলনায় আবেদন বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১৫ শতাংশ আবেদন বেড়েছে।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদনকারীদরে মধ্যে উচ্চমাধ্যমিকের ৩০০ জন শিক্ষার্থী রয়েছেন। তাদেরও একই সিলেবাসে পরীক্ষা দিতে হবে। সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় ২৪০ আসনের বিপরীতে আবেদন করেছিল ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুক্তাদির-মুনওয়ার আলী বলেন, শুধু পরীক্ষা নেওয়ার জন্য আমরা ধর্মতত্ত্ব অনুষদে যুক্ত হয়েছি। বিভাগটি কলা অনুষদের অধীনেই থাকবে এবং শিক্ষার্থীদের স্নাতক (বি.এ.) ডিগ্রিই দেওয়া হবে। বিভাগটি গুচ্ছের অধীনে থাকায় আরবী ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী কম আসতো তাই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, এবছরের আবেদনকারী সন্তোষজনক। গতবারের তুলনায় এবারের আবেদন বেড়েছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
সময় জার্নাল/এলআর