ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বাগডোব ও জোনাইল বাজার এলাকায় অভিযান পরিচলনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে হস্তান্তরের অপরাধে ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব নাটোর ক্যাম্প।
গতরাতে তাদের গ্রেফতার শেষে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসময় কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বড়াইগ্রামের পাড় বাগডোব গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আজাদ হোসেন (২৯), ও বাগডোব গ্রামের জয়েন উদ্দিনের ছেলে আল আমিন (২৭), রইছ উদ্দিনের ছেলে শামসুল হক (৪২), চাঁদপুর গ্রামের আছাদ আলীর ছেলে জসিম উদ্দিন(৩৫)।
তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।
সময় জার্নাল/এলআর