ইসাহাক আলী, নাটোরঃ নাটোরে জাতীয় ভোক্তা অধিকারের ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ সময় ওই সব কারখানা থেকে প্রায় ৩০ হাজার কেজি ভেজালগুড় জব্দ শেষে ধ্বংস করা হয়েছে। সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অদিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত র্যাব-৫ নাটোর ক্যাম্পের সহায়তা নিয়ে নাটোরের সদর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় ভেজাল খাদ্য বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরি ও বিক্রির দায়ে লালপুরের ওয়ালিয়া পশ্চিম পাড়ার গুড় ব্যবসায়ী মতলেবকে ৯০ হাজার টাকা, বড়াইগ্রামের আটঘরিয়া এলাকার ছলিমকে ৮০হাজার টাকা, একই উপজেলার ভবানীপুর এলাকার মোস্তাফিজুর রহমানকে ৬০হাজার টাকা ও নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় সারুককে ৭৫ হাজার টাকা সহ মোট ৩লাখ ০৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ১৯ হাজার ৬শ কেজি ভেজাল পাটালি, ৮ হাজার কেড়ি ঝোলা গুড়, ২৭ কেজি ফিটকিরি , ১৪ কেজি চুন, ৪ কেজি ফেব্রিক কালার, ১ কেজি হাইড্রোজ, ৫ কেজি ডালডা ও ২ কেজি খাবার নিষিদ্ধ সোডা ধ্বংস করা হয়।
এলাকার মানুষকে ভেজাল গুড় তৈরি বা না খেতে সচেতন করতে লিফলেট বিতরণ করেন তারা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
এমআই