শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাতীবান্ধা উপজেলায় বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ৩ টার দিকে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগের পৃষ্টপোষকতায় মাহমুদুল হাসান সোহাগ যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে হাতীবান্ধা শাহ্গরীবুল্লাহ্ কেন্দ্রীয় এতিমখানায় বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান সোহাগ যুব সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান হাসান। সংগঠনের সদস্য আনারুল ইসলাম, সিদরাতুল মোত্তাকিন, জীবন, রিফান ও লিমন পাটোয়ারীসহ প্রমুখ।
সময় জার্নাল/এলআর