এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে আনন্দ উৎসবের সাথে পালিত হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কাউন্সিলর শংকর কুমার রায় শোভাযাত্রা অংশ গ্রহন করেন।
ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আলোচনা সভা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন হরিসভা মন্দির কর্তৃপক্ষ এসব কর্মসূচির আয়োজন করেছে বলে মন্দির কমিটির সাধারন সম্পাদক রতন কুমার সাহা জানিয়েছেন।
সময় জার্নাল/এলআর