দুলাল বিশ্বাস , গোপালগঞ্জ প্রতিনিধি:
জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গোপালগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য র্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মঙ্গল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস , সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক বিভুতি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস , জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা বিশ্বাস , কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঢালী প্রমুখ।
এছাড়া এ উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে পূজা অর্চণা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরন এবং বিকেলে পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
সময় জার্নাল/এলআর